Wellcome to National Portal
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৩

গ্রোথ সেন্টার ও হাটবাজার সমীক্ষা

গ্রোথ সেন্টার, হাটবাজার উন্নয়ন

 

গ্রামীণ গ্রোথ সেন্টার ও হাটবাজারসমূহ গ্রামীণ অর্থনীতির হৃদপিন্ড। গ্রামীণ সড়কসমূহ গ্রামীণ অর্থনীতির শিরা-উপশিরা। হাট-বাজার এবং সড়ক অবকাঠামোর মাধ্যমেই অর্থনীতির পুষ্টি গ্রামীণ জনগোষ্ঠির কাছে ছড়িয়ে পড়ে।

 

গ্রামীণ গ্রোথ সেন্টার ও হাট-বাজারসমূহের আরও কিছু আর্থ-সামাজিক বিশেষত্ব রয়েছে । এ সব স্থান গ্রামীণ উদ্যোগ- উদ্ভাবনের কেন্দ্রস্থল, সামাজিক- সাংস্কৃতিক ভাবে ও হাট-বাজার অনেক গুরুত্বপূর্ণ । হাট-বাজার গ্রাম এবং  শহরের চক্রাকার অর্থনীতির (circular economy) অন্যতম সঞ্চালক । অন্যদিকে, গ্রোথ সেন্টার/ হাট-বাজারকে কেন্দ্র করে ক্রমশ: গ্রামীণ রুপান্তর ঘটে । গ্রামীণ পরিবেশে গ্রোথ সেন্টার/ হাট-বাজার নগরায়নের কেন্দ্রবিন্দু । অনেক উপজেলায় দেখা যায়, গ্রোথ সেন্টার/ হাট-বাজারকে কেন্দ্র করে আবাসনের বিস্তার (sprawl) ঘটছে ।  

 

বিগত দশকগুলোতে দেশের জিডিপি-জাতীয় আয় বৃদ্ধিতে গ্রামীণ কৃষি-অকৃষি উৎপাদন, হাট-বাজার এবং সড়ক অবকাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।  গ্রামের জনসংখ্যা প্রায় ৭২ ভাগ হওয়া সত্ত্বে ও জিডিপিতে গ্রামের হিস্যা তুলনামুলক কম।

 

বাংলাদেশের অর্থনীতি ক্রমশ উচ্চ মধ্যম আয় এবং উচ্চ আয়ে প্রবেশের জন্য গ্রামীণ অর্থনীতির পরিকল্পিত সম্প্রসারণ দরকার। এ পরিকল্পিত সম্প্রসারণের জন্য গ্রামীণ হাট-বাজারসমূহের বিষয়ে জাতীয় পর্যায় এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন ।

 

বর্তমানে সারাদেশে ২১০০ গ্রামীণ গ্রোথ সেন্টার রয়েছে । ১৯৯০ এর দশকে এ গ্রোথ সেন্টারসমূহ নির্ধারণ করা হয়েছিল । এইসব গ্রোথ সেন্টার উন্নয়ন এবং সেগুলোকে মানসম্মত সড়কের সাথে সংযুক্ত করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে । অর্থনীতির উন্নয়নের চলমান অবস্থায় সারাদেশে গ্রোথ সেন্টারের সংখ্যা বাড়ানো খুবই দরকার । নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সেগুলোর যথাযথ পরিকল্পনা ও ব্যবহার করা জরুরি ।

 

৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মপরিকল্পনার সাথে সমন্বয় করে গ্রোথ সেন্টার/ হাট-বাজার বিষয়ে নিম্নবর্ণিত পরিকল্পনা উপস্থাপন করা হযেছে ।

 

‘আমার গ্রাম-আমার শহর’ ধারণা একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতির রুপকল্প, যেখানে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ থাকবে , অর্জিত হবে উচ্চ প্রবৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠির জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে । গ্রামীণ রুপান্তরের জন্য নিম্নোক্ত কৌশল গ্রহণ করা হবে ।

 

  • উন্নয়ন প্রক্রিয়ায় সামন্জস্য স্থাপন এবং তার মাধ্যমে অধিকতর কর্মসৃজনের লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চলগুলোর আশেপাশে আরও অনেকগুলো গ্রোথ সেন্টার/ বাজার স্থাপন করা হবে ।
  • বিভিন্ন এলাকার বিশেষ পণ্য, যেমন আম, তরমুজ, সব্জি, পেয়ারা ইত্যাদির বিপণন শক্তিশালীকরণে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ ধরণের গ্রোথ সেন্টার স্থাপন করা হবে
  • গ্রোথ সেন্টারগুলোতে ই-কমার্স সেবা প্রদান, এজেন্ট ব্যাংকিং সুবিধা, হিমাগার সুবিধা এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষিপণ্যের ভ্যালু চেইন ব্যবস্থা স্থাপনে উদ্যোগ নেওয়া হবে ।
  • গ্রোথ সেন্টারগুলো গতিশীল অর্থনীতির কেন্দ্রে পরিণত করা হবে এবং সেখানে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সৌন্দর্য্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে । এতে, স্থানীয় পণ্যের সরবরাহ শৃঙ্খল ব্যবস্থা শক্তিশালী    হওয়ার পাশাপাশি কৃষি ও অকৃষি পণ্যে মুল্য সংযোজন হবে ।

 

এ সকল গুরুত্বপূর্ণ ধারণা এবং বিষয়ের প্রেক্ষিতে- ‘আমার গ্রাম- আমার শহর’ কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত সমীক্ষাসমূহ সম্পাদন করা হয়েছে ।

 

  • সারাদেশের হাট-বাজার সমূহের বিশেষ ডাটাবেস তৈরি করা হয়েছে ।
  • দেশে বিদ্যমান ২১০০ গ্রোথ সেন্টারের স্থলে উপজেলা পর্যায়ে পরিকল্পিত অর্থনৈতিক উত্তরণের জন্য ২৭০০ গ্রোথ সেন্টারের প্রস্তাব তৈরি করা হয়েছে । এ ক্ষেত্রে বিদ্যমান এবং প্রস্তাবিত গ্রোথ সেন্টারসমূহের উপজেলা, জেলা এবং বিভাগ ভিত্তিক বিশেষ ম্যাপ তৈরি করা হয়েছে ।
  • এ সকল গ্রোথ সেন্টারের মধ্যে ৪০০ গ্রোথ সেন্টারকে পরবর্তী নগর কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তাব করা হয়েছে । উপজেলা ম্যাপে বিশেষভাবে বিশ্লেষণের মাধ্যমে এ নগরকেন্দ্রসমূহ উপস্থাপন করা হয়েছে ।
  • গ্রোথ সেন্টার/ হাট-বাজার সমূহের সাপ্লাই চেইন, ভ্যালু চেইন নিয়ে বিশেষ সমীক্ষা সম্পাদন করা হয়েছে । 
  • গ্রোথ সেন্টার/ হাট-বাজার সমূহে উন্নয়নের জন্য জমির প্রাপ্যতা সহজ করার জন্য স্থানীয় জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে হাট-বাজার উন্নয়নের মডেল তৈরি করা হয়েছে ।
  • উন্নত দেশের আদলে গতিশীল, টেকসই, জনবান্ধব এবং পরিবেশ সম্মতভাবে হাট-বাজারের স্থ্যাপত্যিক নকশা তৈরি করা হয়েছে ।

 

 

 

 

 

 

Document List

 

ক্রমিক

বিষয় বস্তু

প্রকাশের তারিখ

ডাউনলোড

Growth Centers Upgradation & Future Township Selection

18/06/2023

Public-Private Partnership (PPP) Aproach in GC Development

18/06/2023

Agricultaral Product Value Chain

18/06/2023

Develop Design for Special Bazar and Growth Center

18/06/2023

 

Potential GC Development Map:

 

বিভাগ অঞ্চল জেলা উপজেলা
১. ঢাকা ১. ঢাকা ১. ঢাকা সাভার, ধামরাই, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার
২. গাজীপুর কালীগঞ্জ, কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর সদর, শ্রীপুর
৩. মানিকগঞ্জ হরিরামপুর, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর, ঘিওর, শিবালয়, দৌলতপুর, সিংগাইর
৪. টাঙ্গাইল বাসাইল, ভুয়াপুর, দেলদুয়ার, ঘাটাইল, গোপালপুর, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সখিপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী, ধনবাড়ী
২. নারায়নগঞ্জ ৫. নারায়নগঞ্জ আড়াইহাজার উপজেলা, বন্দর উপজেলা, নারায়নগঞ্জ সদর, রূপগঞ্জ উপজেলা, সোনারগাঁ উপজেলা
৬. নরসিংদী বেলাবো, মনোহরদী, নরসিংদী, পলাশ, রায়পুরা, শিবপুর
৭. মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, গজারিয়া, টংগীবাড়ি
৮. কিশোরগঞ্জ ইটনা, কটিয়াদী, ভৈরব, তাড়াইল, হোসেনপুর, পাকুন্দিয়া, কুলিয়ারচর, কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, বাজিতপুর, অষ্টগ্রাম, মিঠামইন, নিকলী
৩. ফরিদপুর ৯. ফরিদপুর ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন, মধুখালী, সালথা
১০. রাজবাড়ী রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী
১১. গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুংগীপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর
৪. মাদারীপুর ১২. মাদারীপুর মাদারীপুর সদর, শিবচর, কালকিনি, রাজৈর
১৩. শরিয়তপুর শরিয়তপুর সদর, নড়িয়া, জাজিরা, গোসাইরহাট, ভেদরগঞ্জ, ডামুড্যা
২. খুলনা ৫. খুলনা ১৪. খুলনা পাইকগাছা, ফুলতলা উপজেলা, দিঘলিয়া উপজেলা, রূপসা উপজেলা, তেরখাদা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, বটিয়াঘাটা, দাকোপ উপজেলা, কয়রা উপজেলা
১৫. বাগেরহাট ফকিরহাট, বাগেরহাট সদর, মোল্লাহাট, শরণখোলা, রামপাল, মোড়েলগঞ্জ, কচুয়া, মোংলা, চিতলমারী
১৬. সাতক্ষীরা আশাশুনি, দেবহাটা, কলারোয়া, সাতক্ষীরা সদর, শ্যামনগর, তালা, কালিগঞ্জ
১৭. নড়াইল নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া
৬. যশোর ১৮. যশোর মণিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, যশোর সদর, শার্শা
১৯. ঝিনাইদহ ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুন্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর
২০. মাগুরা শালিখা, শ্রীপুর, মাগুরা সদর, মহম্মদপুর
৭. কুষ্টিয়া ২১. কুষ্টিয়া কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা
২২. মেহেরপুর মুজিবনগর, মেহেরপুর সদর, গাংনী
২৩. চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর
৩. চট্রগ্রাম ৮. চট্রগ্রাম ২৪. চট্রগ্রাম রাঙ্গুনিয়া, সীতাকুন্ড উপজেলা, মীরসরাই, পটিয়া, সন্দ্বীপ, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, কর্ণফুলী
২৫. কক্সবাজার কক্সবাজার সদর, চকরিয়া, কুতুবদিয়া, উখিয়া, মহেশখালী, পেকুয়া, রামু, টেকনাফ
৯. রাঙ্গামাটি ২৬. খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর, দিঘীনালা, পানছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, গুইমারা
২৭. রাঙ্গামাটি রাঙ্গামাটি সদর, কাপ্তাই, কাউখালী, বাঘাইছড়ি, বরকল, লংগদু, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর
২৮. বান্দরবান বান্দরবান সদর, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, লামা, রুমা, থানচি
১০. কুমিল্লা ২৯. কুমিল্লা দেবিদ্বার, বরুড়া, ব্রাহ্মণপাড়া, চান্দিনা, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, হোমনা, লাকসাম, মুরাদনগর, নাঙ্গলকোট, কুমিল্লা সদর, মেঘনা, মনোহরগঞ্জ, সদর দক্ষিণ, তিতাস, বুড়িচং, লালমাই
৩০. ব্রাক্ষ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, নাসিরনগর, সরাইল উপজেলা, আশুগঞ্জ, আখাউড়া, নবীনগর, বাঞ্ছারামপুর, বিজয়নগর
৩১. চাঁদপুর হাইমচর, কচুয়া, শাহরাস্তি, চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ, মতলব, ফরিদগঞ্জ
১১. নোয়াখালী ৩২. নোয়াখালী নোয়াখালী, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ী
৩৩. ফেনী ছাগলনাইয়া উপজেলা, ফেনী সদর, সোনাগাজী উপজেলা, ফুলগাজী উপজেলা, পরশুরাম, দাগনভূঞা
৩৪. লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর, কমলনগর , রায়পুর, রামগতি, রামগঞ্জ
৪. রংপুর ১২. রংপুর ৩৫. রংপুর রংপুর সদর, গংগাচড়া, তারাগঞ্জ উপজেলা, বদরগঞ্জ উপজেলা, মিঠাপুকুর উপজেলা, পীরগঞ্জ উপজেলা, কাউনিয়া উপজেলা, পীরগাছা উপজেলা
৩৬. কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী, চর রাজিবপুর
৩৭. গাইবান্ধা সাদুল্লাপুর, গাইবান্ধা সদর, পলাশবাড়ী, সাঘাটা, গোবিন্দগঞ্জ উপজেলা, সুন্দরগঞ্জ, ফুলছড়ি
৩৮. লালমনিরহাট লালমনিরহাট সদর, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারী উপজেলা
১৩. দিনাজপুর ৩৯. দিনাজপুর নবাবগঞ্জ, বীরগঞ্জ উপজেলা, ঘোড়াঘাট, বিরামপুর, পার্বতীপুর উপজেলা, বোচাগঞ্জ উপজেলা, কাহারোল উপজেলা, ফুলবাড়ী উপজেলা, দিনাজপুর সদর, হাকিমপুর উপজেলা, খানসামা, বিরল উপজেলা, চিরিরবন্দর উপজেলা
৪০. নীলফামারী সৈয়দপুর উপজেলা, ডোমার উপজেলা, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, নীলফামারী সদর
৪১. পঞ্চগড় পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী, তেতুলিয়া
৪২. ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ উপজেলা, রাণীশংকৈল উপজেলা, হরিপুর উপজেলা, বালিয়াডাঙ্গী উপজেলা
৫. সিলেট ১৪. সিলেট ৪৩. সিলেট বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, সিলেট সদর, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, ওসমানী
৪৪. হবিগঞ্জ নবীগঞ্জ, বাহুবল, আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, চুনারুঘাট, হবিগঞ্জ সদর, মাধবপুর উপজেলা, শায়েস্তাগঞ্জ
৪৫. মৌলভীবাজার বড়লেখাকমলগঞ্জকুলাউড়ামৌলভীবাজার সদররাজনগরশ্রীমঙ্গলজুড়ী
৪৬. সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর, ছাতক, জগন্নাথপুর, দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, শাল্লা, দিরাই
৬. রাজশাহী ১৫. রাজশাহী ৪৭. রাজশাহী পবা উপজেলা, দুর্গাপুর উপজেলা, মোহনপুর উপজেলা, চারঘাট উপজেলা, পুঠিয়া উপজেলা, বাঘা উপজেলা, গোদাগাড়ী উপজেলা, তানোর উপজেলা, বাগমারা উপজেলা
৪৮. চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট, শিবগঞ্জ
৪৯. নওগাঁ মহাদেবপুর উপজেলা, বদলগাছী উপজেলা, পত্নিতলা উপজেলা, ধামইরহাট উপজেলা, নিয়ামতপুর উপজেলা, মান্দা উপজেলা, আত্রাই উপজেলা, রাণীনগর উপজেলা, নওগাঁ সদর, পোরশা উপজেলা, সাপাহার
৫০. নাটোর নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, লালপুর, গুরুদাসপুর, নলডাঙ্গা
১৬. বগুড়া ৫১. বগুড়া কাহালু উপজেলা, বগুড়া সদর, সারিয়াকান্দি, শাজাহানপুর, দুপচাচিঁয়া উপজেলা, আদমদিঘি উপজেলা, নন্দিগ্রাম, সোনাতলা উপজেলা, ধুনট উপজেলা, গাবতলী, শেরপুর উপজেলা, শিবগঞ্জ
৫২. জয়পুরহাট আক্কেলপুর উপজেলা, কালাই উপজেলা, ক্ষেতলাল উপজেলা, পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট সদর
১৭. পাবনা ৫৩. পাবনা সুজানগর, ঈশ্বরদী, ভাঙ্গুড়া, পাবনা সদর, বেড়া, আটঘরিয়া, চাটমোহর, সাঁথিয়া, ফরিদপুর
৫৪. সিরাজগঞ্জ বেলকুচি, চৌহালি, কামারখন্দ, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া
৭. বরিশাল ১৮. বরিশাল ৫৫. বরিশাল বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর , বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, মেহেন্দিগঞ্জ, মুলাদী , হিজলা
৫৬. ভোলা ভোলা সদর, বোরহান উদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন
৫৭. ঝালকাঠী ঝালকাঠি সদর, কাঠালিয়া, নলছিটি, রাজাপুর
৫৮. পিরোজপুর পিরোজপুর সদর, নাজিরপুর, কাউখালী, ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবাড়ীয়া, নেছারাবাদ
১৯. পটুয়াখালী ৫৯. পটুয়াখালী বাউফল, পটুয়াখালী সদর, দুমকি, দশমিনা, কলাপাড়া, মির্জাগঞ্জ, গলাচিপা, রাঙ্গাবালী
৬০. বরগুনা আমতলী, বরগুনা সদর, বেতাগী উপজেলা, বামনা, পাথরঘাটা, তালতলি
৮. ময়মনসিংহ ২০. ময়মনসিংহ ৬১. ময়মনসিংহ ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা, মুক্তাগাছা, ময়মনসিংহ সদর, ধোবাউড়া, ফুলপুর, হালুয়াঘাট, গৌরীপুর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, তারাকান্দা
৬২. নেত্রকোণা বারহাট্টা, দুর্গাপুর, কেন্দুয়া, আটপাড়া, মদন, খালিয়াজুরী, কলমাকান্দা, মোহনগঞ্জ, পূর্বধলা, নেত্রকোণা সদর
৬৩. জামালপুর জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, বকশীগঞ্জ
৬৪. শেরপুর শেরপুর সদর, নালিতাবাড়ী উপজেলা, শ্রীবরদী উপজেলা, নকলা উপজেলা, ঝিনাইগাতী উপজেলা

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon