Wellcome to National Portal
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০২১

এলজিইডি'র আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পর্যালোচনা সভা


প্রকাশন তারিখ : 2021-10-04

 

 

 

গত ২-৩ অক্টোবর ২০২১ এলজিইডি সদর দপ্তরে কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির আওতায় ২০২০-২১ বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ খান। সভায় সভাপতির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী বলেন, সারাদেশে মানসম্মত কাজ করতে হবে। কাজের গুনগত মানের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে হবে। পর্যালোচনা সভায় আরো বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, মোঃ মোসলে উদ্দিন, মোঃ আহসান হাবিব, মোঃ আলি আকতার হোসেন ও এ, এন, এম, এনায়েত উল্লাহ। সভায় এলজিইডির ডিজাইন, মাননিয়ন্ত্রণ, প্রকিউরমেন্ট, সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন প্রকল্প ও এলজিইডির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় এলজিইডির সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং সকল জেলার নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।