Wellcome to National Portal
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মে ২০২০

শোক সংবাদ - করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এলজিইডির হিসাব রক্ষক কাজী আলতাফ হোসেন


প্রকাশন তারিখ : 2020-05-24

 

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এলজিইডির ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প পর্যায়-২-এর হিসাব রক্ষক কাজী আলতাফ হোসেন। গত ১৭ মে ২০২০ তার করোনা সনাক্ত হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ মে ২০২০ তার শারিরীক অবস্থার অবনতি হলে আইসিইউ সার্পোটের জন্য রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি সন্ধ্যা ৭.১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজী আলতাফ হোসেন এলজিইডি সদর দপ্তরে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি পাবনা জেলার সদর উপজেলার মালিগাছা গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী,  বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এক ছেলে এবং কলেজে অধ্যায়নরত এক কন্যা সন্তান রেখে গেছেন।

 

কাজী আলতাফ হোসেনের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।