২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে এলজিইডি সদর দপ্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলজিইডির প্রধান প্রকৌশলী জনাব মোঃ আলি আখতার হোসেন। পরে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির প্রধান প্রকৌশলী মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান প্রকৌশলী মহোদয় শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, তাঁর ডাকেই দেশের আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশ স্বাধীন হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধে যারা শহিদ হয়েছেন তাদেরকেও স্মরণ করেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ কামরুল আহসান। আরো বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, মোঃ এনামুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সেলিম মিয়া, মোঃ জসিম উদ্দিন, প্রকল্প পরিচালক মোঃ আমিরুল ইসলাম খান, মোঃ আমিনুর রশীদ চৌধুরী মাসুদ, মোঃ মামুনুর রশীদ, নাঈমা নাজনীন নাজ ও নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান। এসময় এলজিইডি সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পরামর্শকগণ উপস্থিত ছিলেন।