Wellcome to National Portal
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ এপ্রিল ২০২০

এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুর রশীদ খান


প্রকাশন তারিখ : 2020-04-25

 

মো. আব্দুর রশীদ খান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব নিলেন এলজিইডির জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান। গত ২০ এপ্রিল ২০২০ সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। ২৫ এপ্রিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মতিয়ার রহমান সরকারি চাকরি থেকে অবসর নেওয়ায় এই দিন অপরাহ্নে মো. আব্দুর রশীদ খান প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব গ্রহন করেন। 

 

মো. আব্দুর রশীদ খান ১৯৬৩ সালের ২ জানুয়ারি বগুড়া জেলার কাহালু উপজেলার ডোমর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আব্দুল করিম খান ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক। মা মরহুম জাহানারা বেগম। ১৯৭৭ সালে বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ২০০১ সালে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে হাইওয়ে ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

১৯৮৮ সালে সহকারী প্রকৌশলী হিসেবে তৎকালীন স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর প্রধান কার্যালয়ে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, ময়মনসিংহ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এবং মুন্সীগঞ্জ ও ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।

 

২০১৭ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে এলজিইডি সদর দপ্তরের ডিজাইন, ট্রেনিং ও মনিটরিংসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে তিনি পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা এবং পল্লি অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।