Wellcome to National Portal
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০২৪

জনাব আবু হেনা মোরশেদ জামান, সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

জনাব আবু হেনা মোরশেদ জামান
সচিব
স্থানীয় সরকার বিভাগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 

জনাব আবু হেনা মোরশেদ জামান স্থানীয় সরকার বিভাগে ১৯-০৬-২০২৪ তারিখে সচিব হিসেবে বদলিপূর্বক পদায়িত হন। এর অব্যবহিত পূর্বে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ছিলেন। সুদীর্ঘ কর্মকালে তিনি দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনে তিনি দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। এক্ষেত্রে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং ফরিদপুর ও নরসিংদী’র জেলা প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালন উল্লেখযোগ্য। আরও উল্লেখ্য যে, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন সচিব এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি মদিনা, সৌদি আরব হজ্ব মিশনে ভাইস কনসাল (হজ্ব) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আবু হেনা মোরশেদ জামান ১৯৬৭ সালের ২৪ অক্টোবর চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।  তিনি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বাংলাদেশ হতে রাজনীতি বিজ্ঞান এ স্নাতক (২য় শ্রেনীতে ১ম স্থান) ও স্নাতকোত্তর ( ১ম শ্রেনীতে ১ম স্থান) ডিগ্রী অর্জন করেন। ইতঃপূর্বে তিনি এসএসসি ও এইচএসসিতে মেধা তালিকায় যথাক্রমে ৫ম ও ৪র্থ স্থান অধিকার করেন। ১১তম বিসিএসে সম্মিলিত মেধা তালিকায় তিনি ১ম স্থান অর্জন করেন। অধ্যয়নকালীন চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বরাবরই শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন। গত ১২ বছর ধরে তিনি ইউনিসেফ’র  সৌজন্য বিটিভিতে প্রচারিত মা ও শিশু জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে নিয়োজিত আছেন। তাঁর রম্য লেখা ‘আমার বন্ধু জ্ঞানী তৈল সিং’ পাঠক জনপ্রিয়তা পেয়েছে।

 

২০১২ সালে তিনি ইউনেস্কো এর নির্বাহী বোর্ড এর ১৯০ তম সভায় যোগদান করেন। পেশাগত উন্নয়নের লক্ষ্যে এ পর্যন্ত তিনি বেশ কিছু বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক ইউনিভার্সিটি; মোনাশ ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া; এসইটিওয়াইএম ইন্টারন্যাশনাল, মন্ট্রিল, কানাডা; এশিয়ান ইন্সটিটিইউট অব টেকনোলোজি (এআইটি), থাইল্যান্ড; কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা), সিউল, দক্ষিণ কোরিয়া; শ্রীরাম ইন্সটিটিউট অব বিজনেস এন্ড ইনফরমেশন টেকনোলজি (এসআইবিআইটি), নয়া দিল্লী, ভারত উল্লেখযোগ্য। ইউনেস্কো ও আইসেস্কো সংক্রান্ত বিভিন্ন সেমিনার/কর্মশালায় অংশগ্রহণ করতে তিনি আজারবাইজান, তুরস্ক, ইন্দোনেশিয়া ভ্রমণ করেন। এছাড়াও, তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন দেশে সরকারী কার্যোপলক্ষে সফর করেন।

 

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী পেশায় একজন চিকিৎসক এবং একটি বেসরকারি মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক। তাঁর মা নজরুল গবেষক অধ্যাপক ড. দিল আফরোজ বেগম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম’র অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন।